মাগুরা প্রতিনিধিঃ শুক্রবার (২৯ জুলাই ) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর শুভ সূচনা হয়। বিকেলে উপজেলা পরিষদের হলরুমের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে এসে শেষ হয়।
পরে সদ্য ঘোষিত মহম্মদপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগরের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা বিকো, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হাই মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন।
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে বিনোদপুর ইউপি’র চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, বাবুখালী ইউপি’র চেয়ারম্যান মোঃ মীর সাজ্জাদ আলী, নহাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আলী মিয়া,
নহাটা ইউপি’র চেয়ারম্যান জনাব মোঃ তৈয়েবুর রহমান তুরাপ ও রাজাপুর ইউপি’র চেয়ারম্যান শাকিরুল ইসলাম খান শাকিল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেঁক কেটে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।