জিএম টিপু সুলতান, মনিরামপুরঃ
পল্লী উনয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয় বলেছেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে উন্নয়নের দৃষ্টান্ত উদাহরন পদ্মাসেতু নির্মাণ। এ কারনে জননেত্রী শেখ হাসিনা বিশ্ব নন্দিত নেতায় পরিনত হয়েছেন। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ বিশ্বের বুকে দেশের ভাবমূর্তী উজ্বল হয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বাধন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ আয়াজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
- বিদেশে চিকিৎসা করতে না পারলে খালেদা জিয়ার জীবন হুমকির মুখে পড়বে
- সুইস ব্যাংকে বাংলাদেশিদের ‘টাকার পাহাড়’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, পদ্মাসেতু নির্মাণ হওয়ায় এক শ্রেণির রাজনৈতিক দলের গাত্রদাহ শুরু হয়েছে। কারন তারা উন্নয়ন বিশ্বাসী নয়, এরা দেশে ভাল কাজ শুরু হলে আগুন সন্ত্রাস শুরু করে। এ সময় ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা অ্যাড. বশির আহম্মদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, আলমগীর কবীর লিটন, সিরাজুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান ফয়সালসহ বিভিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সাংবাদিক সুধীজন দলীয় নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।