বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক ঘোষিত সেপ্টেম্বর ২০২২ সাংগঠনিক মাস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে নাগরপুর উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেলদুয়ার -নাগরপুর আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,ফরিদুর রহমান খান ইরান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাবিলা নুহাত চৈতী, সরাফাত উল্লাহ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমুখ।
বর্ধিত সভা সঞ্চলনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।