অদ্য বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশক্রমে জামালপুর জেলা যুবলীগের উদ্যােগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী।
সভাপতিত্ব করেন- জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেদুল ইসলাম খোকন।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, জেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল আক্তার, আব্দুল কাদের ফারুকী জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক শাহাবীর ইসলাম দোলন, দপ্তর সম্পাদক সবুজ আহাম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম জয়নুল ইসলাম জনি, সহ-সম্পাদক শেখ মোহাম্মদ সোহাগ, শেখ রাসেল, ফেরদৌস হাসান, ওবায়দুল রহমান বাবু, মোকলেছুর রহমান সুজন, সদস্য আমিনুল ইসলাম মিঠু, রেজওয়ান শ্রাবণ, সজিব মৃধাসহ জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুর পৌর এলাকায় বসবাসরত সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কালে নেতৃবৃন্দ সমাজের শীতার্ত অসহায় ও গরীব-দুখী মানুষের পাশে বিত্তবানদের থাকার আহবান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।