মোঃ আরিফ বিল্লাহ জামিল সৌদি আরব প্রতিনিধি
দীর্ঘ সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালের ১লা মার্চ গঠিত হল স্বাধীন বাংলার কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এই পরিষদের উদ্যোধগে ৩ মার্চ ঢাকা শহরের কেন্দ্রস্থল পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইশতেহারে স্বাধীন বাংলা ও সারভৌম্য বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এবং ‘আমার সোনার বাংলা’ গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়।
১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “জাতির জনক” ঘোষণা দেন আ,স,ম আব্দুর রব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক হিসেবে বিবেচিত। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” এবং “শেখ সাহেব” হিসাবে বেশি পরিচিত এবং তার উপাধি “বঙ্গবন্ধু” . . “জাতির জনক”।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।