তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, তাদের একটু মানসিক চিকিৎসার এখন সত্যিই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যেভাবে উদ্ভ্রান্তের মতো কথা বলছেন, বিশেষ করে রিজভী আহমেদকে।

তিনি অসুস্থ ছিলেন। আমার মনে হয় পুরোপুরি সুস্থ হননি। সেজন্য অসুস্থ মানুষের মতোই কথা বলেন। আরও একটু চিকিৎসা দরকার আছে বলে আমার মনে হচ্ছে।’

সোমবার (৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘মুজিববর্ষে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।

নির্বাচন নিয়ে এই প্রাক্তন ছাত্র নেতা বলেন, ‘আজকের এই নির্বাচন সমগ্র পৃথিবীর মধ্যে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনে সবচেয়ে কম সহিংসতা হয়েছে। সব নির্বাচনে পুলিশের ওপর হামলা হয়েছে, পুলিশ আহত কিংবা নিহত হয়েছে।

কিন্তু এই নির্বাচনে একজন পুলিশ আহত হয়নি। সবচাইতে কম সহিংসতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে চরমভাবে হেরে যাওয়ার পর একদিকে তারা সংলাপের কথা বলছে আরেকদিকে নানা কথাবার্তা বলে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করছে।

আমি বিএনপিকে অনুরোধ জানাব, এই ধরনের কথাবার্তা না বলে বরং আপনারা নিজেরা বিশ্লেষণ করুন আপনাদের পরাজয়। আর নেতৃত্বে পরিবর্তন করুন। তাহলে হয়তো আপনার আবার জনগণের কাছে ফিরে যেতে পারেন।’