নাটোরের গুরুদাসপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে হত্যা চেষ্টা করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধা সাড়ে ৫টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর রক্তাক্ত অবস্থায় আহত আব্দুল আজিজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত আব্দুল আজিজ ও তার সমর্থকরা জানান, গ্রামের একটি জানাযা সম্পুন্ন করে বাড়ি ফেরার পথে মন্তাজের বাড়ির সামনে পৌছালে ওই এলাকার সাবেক মেম্বর আ-লীগ নেতা আমিরুল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন লোক হাতে ধারালো দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন আব্দুল আজিজ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন।
সাবেক মেম্বর ও আ-লীগ নেতা আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফনে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলের এলাকায় গিয়েছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।