বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সঙ্গে সেখানে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দেখা করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপি মহাসচিব হাসপাতালে যান।

জানা যায়, খালেদা জিয়ার দেহে খনিজ অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম, পটাসিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। হঠাৎ খালেদা জিয়ার শরীরের অবনতি হওয়ায় উদ্বিগ্ন মেডিক্যাল বোর্ড, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৫ দিন ধরে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে এর আগে গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।