বিএনপি’র মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ব্যর্থতা, সুষ্ঠ নির্বাচনে ব্যর্থতা, দেশ পরিচালনায় ব্যর্থতা সব দায় আ’লীগের। বর্তমান সভা নেত্রী ও সাধারণ সম্পাদক এর দায় কোন মতে এড়াতে পারেন না।
এই সার্চ কমিটি গ্রহণযোগ্য না। শুধু সার্চ কমিটি নয় নির্বাচনের কোন প্রক্রিয়ার মধ্যেই আমরা থাকবো। কারন আ’লীগ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হতে পারে না। আমরা পরিক্ষীত। সে কারনে সার্চ কমিটি নিয়ে আমাদের কোন আগ্রহ নেই। কারন সার্চ কমিটির অধিকাংশই আ’লীগের। সুতরাং সার্চ কমিটি থেকে নিরপেক্ষতার প্রশ্ন আসতেই পারে না।
এছাড়া তিনি আরো বলেন, গুম খুন এ সরকারের অভ্যাসে পরিনত হয়েছে। বিনা অপরাধে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। এ দেশের মানুষ নিরাপদ নয়। তাই সকলকে সোচ্ছার হওয়ার আহবান মির্জা ফখরুলের।
তিনি আজ বোরবার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।