স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর): গতকাল বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়ার মহিরনে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শামসুর রহমান।

খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের অনুপস্থিতিতে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার লক্ষ লক্ষ বিএনপির নতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপির এমনও নেতা কর্মী আছে যার নামে চল্লিশেরও অধিক মামলা আছে। শুধু মামলা দিয়েই এ সরকার থামছে না। লাগাতারভাবে খুন, গুমও করছে। এমনকি বর্তমানে দেশে আইন শৃংখলা বলতে কিছুই নেই। ক্রমাগতভাবে কালোথাবায় বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। গোটা দেশ আজ দূর্নীতিতে নিমজ্জিত হয়ে আছে। এসব কারণে আমেরিকা আজ তাদের দেওয়া অর্থের হিসাব চাচ্ছে। এ সরকারের আজ অন্যায় অত্যাচারের পরিসমাপ্তি হতে যাচ্ছে। শক্তিশালী একটি কমিটি তৈরীর লক্ষে সৈয়দ সাবেরুল হক দিক নির্দেশনামূলক বক্তব্যে আরও বলেন, অতীতের সব প্রক্রিয়া ভুলে আগামীর দেশ নায়ক তারেক রহমানের নির্দশে গঠনতান্ত্রিকভাবে সুন্দর ও শক্তিশালী কমিটি করতে হবে। ত্যাগি ও যারা সাংগঠনিকভাবে শক্তিশালী কর্মী তাদের সম্বয়ে কমিটি করার কোন বিকল্প নেই। যে সব বিএনপির নতা কর্মী বর্তমানে সরকারের সাথে আতাত করে চলছে তাদের থেকে সাবধান থাকতে হবে। বর্তমান সরকারের অনেক বিপদ জনক আওয়ামীলীগার বিএনপিত ভিড়তে চেষ্টা করবে। কোনভাবেই তারা যেন জাতীয়তাবাদির পতাকাতলে সামিল হতে না পারে সে দিকে থেকে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলায়ার হোসেন খোকন, সদস্য রফিকুল ইসলাম মুল্লুক চান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, যুগ্ম আহবায়ক তানিয়া রহমান সুমি, বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই মনা, যুগ্ম আহবায়ক সদর উদ্দীন। সভায় উপস্তি ছিলেন উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল, হাফিজুর রহমান, খয়বার হোসেন, শরাফত উদ্দীন, আব্দুস সালাম, আনিসুর রহমান, পৌর বিএনপি নেতা আব্দুল আলিম, মাসুদ আলম টিপু, নাজমুল আল মামুন শের প্রমুখ।