দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা কর তে হবে দাবীতে লালমনিরহাট পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুন) সকাল ১০টার সময় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌর বিএনপির আহবায়ক মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু। উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। এ সময় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. রফিকুল ইসলাম রফিক, রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, জাহিদ হাসান মজনু, সাংগঠনিক সম্পাদক সাজেদুল পাটোয়ারী সাজু, আব্দুস সালাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলো লালমনিরহাট জেলা, উপজেলা, পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।