যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এতে অ্যাড. শহীদ ইকবাল হোসেনকে সভাপতি ও আসাদুজ্জামান মিন্টুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. মফিজুর রহমান, সহসভাপতি জি এম মিজানুর রহমান, অ্যাড. মকবুল হোসেন, অ্যাড. মুজিবর রহমান, অধ্যক্ষ গাজী সাত্তার, মতলেব হোসেন।

এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক সামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন ও সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান শফিয়ার রহমান এবং কোষাধ্যক্ষ হয়েছেন রবিউল ইসলাম।