মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির প্রেরিত একটি সংবাদ বিজ্ঞেপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৬টায় নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় অফিস জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
এর পর সকাল ৭টা ৩০ মিনিটে কালো ব্যাজ সহকারে নীলক্ষেত বলাকা সিনেমা হলের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের জমায়েত আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করবে। সেখানে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।