বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. মামুন আহমেদ মন্তব্য করে বলেছেন, দেশের মানুষের জন্য বিএনপি রাজনীতি করে, বিএনপি ক্ষমতার অপব্যবহারের জন্য রাজনীতি করে না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে জনগণের সাথে রয়েছে।
শনিবার (০৭ জানুয়ারি) শহরের নতুনহাট এলাকায় জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত ‘১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বিষয়ক বিশ্লেষণমূলক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিকেলে তিনি এসব কথা তার বক্তব্যে বলেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন সমালোচনা করে তিনি বলেন, আমাদের চাওয়া শুধু একটাই দেশে গণতন্ত্র ফিরে আসুক মানুষের ভোটাধিকার ফিরে আসুক।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রেজভি আহমেদ, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান আরো অন্যান্য নেতৃবৃন্দরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।