আগামী জাতীয় নির্বাচনকে বাঁচা-মরার লড়াই হিসেবে নিয়েছে বিএনপি। দলটির শীর্ষপর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে গ্রুপিং দ্বন্দ্ব এবং দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে সাংগঠনিকভাবে মাদারীপুর জেলা বিএনপি ভঙ্গুর অবস্থায় রয়েছে। জেলা বিএনপির কর্মকান্ড পরিচালিত হচ্ছে আহ্বায়ক কমিটি দিয়ে। মাদারীপুরে রয়েছে বিএনপির তিন-তিনটি গ্রুপ। এসব গ্রুপিং দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে দল চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। আর এমন পরিস্থিতি নিয়ে মাঠে নেমে কাক্সিক্ষত ফল আশা করা যায় না এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।
তাই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে চায় জেলা বিএনপি। সে জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দল সাজানোর কাজ চলছে। দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু। তিনি বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দল সংগঠিত হচ্ছে। জেলা থেকে তৃণমূল পর্যন্ত সবখানেই বিএনপির নতুন নতুন কমিটি আসছে। এই কমিটিকে কেন্দ্র করেই বিএনপি শক্তিশালী হচ্ছে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারাও প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।