বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশস্থল গোলাপবাগ মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে নির্দিষ্ট সময়ের আগেই। এখনও দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। মাঠের আশেপাশের এলাকায়ও নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতাকর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন।
রাজধানীর গোলাপবাগে মাঠে শনিবার ভোর থেকে যেন মিছিলের স্রোত ঢুকছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে। হাজার হাজার নেতাকর্মী মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের শ্লোগানে মুখরিত করে রেখেছেন। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এসেছে সমাবেশে। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে গোলাপবাগ-ধলপুর-সায়দাবাদ রাস্তা বন্ধ হয়ে গেছে।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।