মাবিয়া রহমান, মনিরামপুর প্রতিনিধিঃ
তৃণমূল পর্যায়ে নেতাকর্মী বাছায়ের লক্ষে সারা দেশের ন্যায় মনিরামপুরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মূল দলের ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম চলছে। তবে এই ওয়ার্ড কমিটি গঠন নিয়ে উপজেলা বিএনপি’র দুই শীর্ষ ইকবাল গ্রুপ ও মুসা গ্রুপের মধ্যে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গ্রুপকে চাঙ্গা করতে ওয়ার্ড কমিটিতে নজর দিয়েছে দুই গ্রুপই। ফলে ওয়ার্ড কমিটি গঠন করার সময় নিজেদের প্যানেলকে জয়ী করতে দুই গ্রুপের মধ্যে নানান সময়ে সংঘর্ষ সৃষ্টি হচ্ছে।
- চলে গেলেন আরও এক ফায়ার ফাইটারঃ গাউসুল আজম গ্রামেই দাফন সম্পন্ন
- লোহাগড়ার ভাতিজার কোপে এক চাচা নিহত আরেক চাচা আহত
- ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত
এপর্যন্ত আহত হয়েছে অন্তত ২০জন। শুক্রবার(১০ই জুন) উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নের সাতগাতি ওয়ার্ডে কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৯জন আহত হয়েছেন। এতে ১৫নং কুলটিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নাজমুল হক লিটন, ছাত্রদলের শুভ, যুবদলের রেজাউল করিম, আশরাফুল, মনিরুজ্জামান, তারেক রহমানসহ অন্তত ৯ জন আহত হয়। এদের মধ্য যুবদলের তারেক রহমান মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে গত ৭ই জুন মঙ্গলবারে উপজেলার দেলোবাড়িতে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১১জন আহত হয়েছে। এদের মধ্যে অনেকেই মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ঘরে ফিরেছেন।
উল্লেখিত, দুই গ্রুপের মাথা(টিম লিডার) দলের দুই শীর্ষ নেতা। ইকবাল গ্রুপের আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন মনিরামপুর উপজেলা বিএনপি’র আহবায়ক এবং মুসা গ্রুপের মুসা যশোর জেলা বিএনপি’র সহ-সভাপতি।
উপজেলা বিএনপি’র আহবায়ক শহীদ ইকবাল দৈনিক কলম কথাকে জানান, উপজেলার দেলুয়াবাড়ি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে মুসা গ্রুপের সমর্থকরা তার গ্রুপের অন্তত ১১জনকে আহত করে। আহতদের মধ্যে নাজিম উদ্দিনকে বেদম মারপিট করে বাম পা ভেঙে দিয়েছে। নাজিম এখনো যশোর পঙ্গু হাসপাতালে ৮০৪ নম্বর রুমে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন, উপজেলার সাতগাতি ওয়ার্ডের কমিটি গঠনের দিন এডভোকেট গফুর উদ্দিনের ভুল বক্তব্যের কারণে সেখানেও গন্ডগোল সৃষ্টি হয়ে আমার অনেক কর্মী আহত হয়েছে। সেখানে কমিটি গঠনে বহিরাগত ইউনিয়ন থেকে সমার্থক এনে গন্ডগোল সৃষ্টি করছে। মুসা গ্রুপের “মিজান, মাসনা গ্রামের বিল্লাল হোসেন, মাসনার মাহাবুর, ১৪নং দুর্বাডাঙ্গা ইউনিয়নের আলতাফ হোসেনসহ বহিরাগত অনেক সমর্থক এনে কমিটি গঠনে বাধা সৃষ্টি করছে এই গ্রুপটি।
- ফের পাবজি গেমের জন্য আত্মহত্যা করলো ভারতের শিক্ষার্থী
- মণিরামপুরে উলামায়ে কেরামের বিক্ষোভ সমাবেশ
- সাপ্তাহিক ছুটি ৩ দিন যুক্তরাজ্যে
তবে যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মুসা জানান, এই পর্যন্ত তাঁর গ্রুপে মাত্র একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি উপজেলার পাড়িয়ালী গ্রামের তারেক রহমান। সাতগাতি ওয়ার্ড কমিটি গঠনের দিন ইকবাল গ্রুপের সমর্থকদের বাঁশের আঘাতে তারেকের মাথা ফেটে যায়। পরবর্তীতে আহত তারেককে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মণিরামপুরে নিজ দলের ভিতরে এমন প্রতিহিংসামূলক গ্রুপিংয়ে তৃণমূল পর্যায়ের সাধারণ বিএনপি সমর্থকরা অসন্তোষজনক মনোভাব ব্যক্ত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।