পূর্ব নির্ধারিত সমাবেশ কর্মসূচির স্থান পরিবর্তন করে আজ হাতিরঝিলের লেকপাড়ে সমাবেশ করবে বিএনপি। রবিবার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে বাড্ডা মাদানি অ্যাভিনিউ ইউনাইটেড ইউনিভার্সিটি সংলগ্ন দলের যে সমাবেশ কর্মসূচি ছিল তার স্থান পরিবর্তন করা হয়েছে। এ স্থানের পরিবর্তে বাড্ডা হাইস্কুল সংলগ্ন গুলশান-হাতিরঝিল লেকের পাড় গুদারা ঘাটে সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরোও পড়ুন:
অস্কারে যাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’
লালমনিরহাটে গাছের সাথে এ কেমন শত্রুতা
খুলনায় আলোচিত উদ্ধার হওয়া রহিমা বেগমকে পিবিআই তে হস্তান্তর
ঢাকা মহানগর উত্তর বিএনপি-বাড্ডা জোন আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।