আজ (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত একযুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে দলটি। এই সময়ে নানান প্রতিকূলতার মাঝেও ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে তারা সক্রিয় হচ্ছে রাজপথে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উজ্বীবিত রাখতে বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার ৪৪ বছরে এবারই সবচেয়ে বেশি সময় ক্ষমতার বাইরে আছে দলটি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া মামলা মাথায় নিয়ে জামিনে রয়েছেন। তার নানাবিধ শারীরীক অসুস্থতার কারণে তিনি বাসা আর হাসপাতালেই চিকিৎসা নিয়ে খারাপ সময় কাটাচ্ছেন। অপরদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থানের কারণে তাকেও সরাসরি কাছে পাচ্ছেন না নেতাকর্মীরা।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, ৪৪ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার (৩০ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।