দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আ’লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

১৮ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টায় নির্বাচন কমিশন রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

৫৫-রাজশাহী-৪, বাগমারা আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই জনতার কাছে জন সংযোগ ও প্রচারণার কাজে বেরিয়ে পড়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ের মুগাইপাড়া বাজার থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি।এরপর শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজার, পাইকপাড়া বাজার, বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ির বাজার সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে গোপালপুর বাজারে নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করেন। শেষ নিজ এলাকা তাহেরপুর পৌর সভার ৭ নং ওয়ার্ড কোয়ালিপাড়া আরেকটি নির্বাচনী অফিসে শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে আবুল কালাম আজাদ বলেন, দেশ উন্নয়নে অংশ নিন, নৌকা মার্কায় ভোট দিন। দিন বদলে অংশ নিন, নৌকা মার্কায় ভোট দিন। স্মার্ট ও উন্নয়শীল এবং স্বনির্ভর দেশ গঠনে অংশ নিন, নৌকা মার্কায় ভোট দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, গণতন্ত্রের মানস কণ্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা জনগনের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক।জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। আগামী ৭ ই জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।

জনসংযোগ ও প্রচারকালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড.পি এম শফিকুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী।