বিয়ে করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। তার স্ত্রীর নাম কাকন ভূঁইয়া।
শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে জয়ের আকদ হয়।
আকদ অনুষ্ঠানে ঘিয়ে রঙের পাঞ্জাবি, হালকা গোলাপি কটি পরেছিলেন জয়। তার সঙ্গে একই রঙের শাড়ি আর ওড়না পরেছিলেন কাকন।
কাকন রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে জয়ের স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন প্রমুখ।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে জয়ের বিয়ের বেশ কয়েকটি ছবি। এসব ছবি শেয়ার করে অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।