বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেশতে আছি-পররাষ্ট্রমন্ত্রীর এমন উক্তি জনগণের সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
তেলের দাম বাড়ায় কমেছে মোটরসাইকেল বিক্রি, বাসে নেই যাত্রী
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ যখন প্রতিমুহুর্ত কাটাচ্ছে ভোগান্তিতে, জীবন চালাতে হিমশিম খাচ্ছেন, দুর্বিসহ এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী বললেন, দেশের মানুষ বেহেশতে আছে।
জন দুর্ভোগের সময়ে পররাষ্ট্রমন্ত্রীর এহেন বক্তব্য প্রদানের অধিকার নেই বলে মন্তব্য করে মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।