নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম চৌধুরী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গতকাল শুক্রবার (২২ জুলাই) বিকেল ৫ টায় শতাধিক কর্মী সমর্থক নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, সহ-সভাপতি জিএম মহিউদ্দিন, স্বপন কুমার রায়, আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম তালুকদার প্রমূখ।
উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ নজরুল ইসলাম চৌধুরীকে ফুলেল তোড়া দিয়ে দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করে নেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।