জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা ধারাবাহিক সংলাপে সাড়া দেয়নি কল্যাণ পার্টি। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইসির সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও দলটির কোনো প্রতিনিধি আসেনি।

দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমরা যাইনি, আমরা যাব না। ওনাদের অনুরোধ অফিশিয়ালি রিগ্রেট করেছি। আমরা বলেছি ধন্যবাদ সহকারে অপারগতা প্রকাশ করা হইলো’।

মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেছেন, ‘এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা ২০ দলীয় জোটের অংশ। বিএনপি এই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে রাজি নয় তাই আমরাও সংলাপে যাইনি। আমরা মনে করি এই ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’

ধারাবাহিক সংলাপের তৃতীয় দিন আজ। প্রতিদিন ৪টি করে দল সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও ৩দিনে দুটি দল ছাড়া বাকি ১০টি দল ইসির ডাকে সাড়া দিয়েছে। দ্বাদশ নির্বাচনের দেড় বছর আগেই নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে সংলাপের আহ্বান জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি।