জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ঘোষিত আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য দশম জাতীয় কাউন্সিল সফল করতে পার্টির সাত সিনিয়র নেতাকে প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছে।
সোমবার ৫ সেপ্টেম্বর জাপার ওই সিনিয়র সাত নেতাকে যুগ্ম আহবায়ক হিসেবে অনুমোদন দেন দশম জাতীয় কাউন্সিলের আহবায়ক কমিটির প্রধান বেগম রওশন এরশাদ এমপি।
সম্মেলন প্রস্তুতি কমিটিতে যাদের নাম অন্তর্ভূক্ত করে যুগ্ম আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে, তারা হলেন-
এমএ সাত্তার, সাবেক মন্ত্রী (জামালপুর), অধ্যাপক দেলোয়ার হোসেন, এসএমএম আলম, এমএ গোফরান (সাবেক এমপি), অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ( সাবেক এমপি), অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশীদ।
উল্লেখিত কমিটি পরবর্তীতে বর্ধিত করা হবে এবং উপ-কমিটি গঠন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।