![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/03/Bagherpaea-pic-06-03-2023-scaled.jpg)
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) দুপুরে বাঘারপাড়া চৌরাস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত সভায়। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট জহুরুল হক জহির।
প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইনতাজ আলী, আইয়ুব হোসেন,উপজেলা যুব সংহতির সভাপতি সোলায়মান হোসেন, বাঘারপাড়া পৌর জাতীয় পার্টির আহবায়ক ডাক্তার শফিকুল ইসলাম, সদস্য সচিব আব্দুল গফফার, যুগ্ম আহবায়ক রওশন আলী, আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টি নেতা ইরাদ আলী,পৌর যুব সংহতির আহবায়ক মহম্মদ আলী প্রমুখ।
প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাডভোকেট জহুরুল হক জহির বলেন, ‘ জাতীয় পার্টি এখন আনেক বেশি শক্তিশালী।
আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। সে লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে’। এ সময় সংগঠন গতিশীল করার লক্ষ্যে নানা পরিকল্পনার কথা উল্লেখ করেন জহুরুল হক জহির।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।