দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) রাত্রি ৮ টায় নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় ডাবলু সরকার বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে রাজশাহী সদর (২) আসনে নৌকা প্রতীককে আবারও বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
আনন্দ মিছিল ও পথ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতিৃ মোঃ রেজাউল ইসলাম বাবলু এবং সঞ্চালনা করেন উপ-দপ্তর সম্পাদক পংকজ দে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লেমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, সৈয়দ মমতাজ আহমেদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজিবুর রহমান, মোঃ খাইরুল বাশার শাহীন, মোঃ আলিমুল হাসান সজল, মাসুদ আহমেদ, অর্পণ কুমার দে, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর সাধারন সম্পাদক মোঃ শরিফ আলী মুনমুন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপণ্ণ কুমার সরকার। রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।