যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশের ওয়াকার্র্স পার্টি ( মার্কসবাদী) দুইদিনব্যাপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের কর্মসূচি বাঘারপাড়ার বাকড়ীতে শুরু হয়েছে।
শনিবারে বিকাল তিনটায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড তুষার কান্তি দাস ও কমরেড ইকবাল কবির জাহিদ। এরপর কমরেড অমল সেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ ।
সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, দেশের জনগন বিপর্যয়ের মধ্যে দিনাতিপাত করছে। চাল ডাল, তেল, নুন, গ্যাস, জ্বালানি সহ দ্রব্যমূল্য বৃদ্ধি কষাঘাতে মানুষ জর্জরিত । দুর্নীতিবাজ সিন্ডিকেট ও সরকার এক অভিন্ন । তিনি এ পরিস্থিতিতে ভয়াবহ খাদ্য সংকট মোকাবেলায় রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল ও গম আমদানি করার জন্য সরকারের প্রতি আহবান জানায়।
তিনি আরো বলেন, ব্যর্থ গনবিরোধী এ সরকারের অধীনে নিরপেক্ষ নিবার্চন সম্ভব নয়। সে কারণে সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নিবার্চন দিতে হবে।
নির্বাচন কমিশনের সংস্কার ও নিবার্চনে অংশগ্রহনকারী দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নিবার্চন করতে হবে।
তিনি বলেন এই সম্মেলন বাংলাদেশের ওয়াকার্র্স পার্টি (মার্কসবাদী) ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ এক পার্টিতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা কর্মসূচি চুড়ান্ত করবে। আজ শুক্তবার সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।