পীরগঞ্জ প্রতিনিধি (ঠাকুরগাঁও) : ২২ এপ্রিল ২০২২ রোজ শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে ১০ নং জাবরহাট ইউনিয়ন পার্টি অফিসের সামনে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবদুল্লাহ আল কাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য নারী নেত্রী মনিরা বেগম অনু, সুব্রতা রায়, মুন্সিগঞ্জ জেলা সভাপতি হামিদা খাতুন, সিপিবি ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, সিপিবি পীরগঞ্জ উপজেলা সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, সম্পাদক মর্তুজা আলম উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন স্থানীয় নারী নেত্রী প্রবীণ কমরেড ফিরোজা বেগম (লাল বানু) ।
বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, মর্যাদা, শিক্ষা, উন্নয়ন নারীর ক্ষমতায়ন নিশ্চিত ও নারী নেতৃত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করেন । উক্ত সমাবেশে প্রায় ২ শতাধিক নারী অংশগ্রহণ করে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।