কেএম জহুরুল হক জনি, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা-৩৩ (সাঘাটা-ফুলছড়ি) ৫ আসনে উপ-নির্বাচন ভোট গ্রহন শান্তিপূর্ণ হওয়ার পরও কারণ ছাড়াই সিইসি ভোট বন্ধ ঘোষনার প্রতিবাদে ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি উপজেলা চত্বর থেকে কালীর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম সেলিম পারভেজ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ , সহ-সভাপতি এ্যাডঃনুরুল আমিন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদ মিয়া, জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহেদ বিন ফিরোজ আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম । উপজেলা যুবলীগের হাবিবুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রোকন মিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন মিয়া। তাতী লীগের সভাপতি লিটন মিয়া সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন ।
এ বিষয়ে নেতাকর্মীদের কাছে জানতে চাইলে দৈনিক কলম কথা পত্রিকার প্রতিনিধিকে বলেন যে সব ভোট কেন্দ্রে ভোট সুষ্ঠু হয়েছে, সেসব কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা করতে হবে। গতকাল সিইসি এ আসনে ভোট বন্ধ করে।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ (সাঘাটা -ফুলছড়ি) আসনে উপ-নির্বাচনে দলীয় প্রতীকে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলদেশ, স্বতন্ত্র সহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিল ।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি চলতি বছরের ২২ জুলাই মৃত্যুতে এই আসনটি শুণ্য ঘোষনা করে নির্বাচন কমিশন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।