সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি হিসেবে শপথ নিয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে এই শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব এ কে এম আবদুস সালাম।
উল্লেখ্য, রাজশাহী-২ (সদর) আসনে ২৩ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে পরাজিত করে কাঁচি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।তিনি পেয়েছেন ৫৫ হাজার ১৫৬ ভোট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।