যুক্তরাষ্ট্রের পর এবার বাংলাদেশের জনগণ শেখ হাসিনার সরকারের ভিসা বাতিল করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৭ মে) বিকেলে সরকারের পদত্যাগের দাবিতে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর আমেরিকার ভিসা বন্ধের কোনো ইতিহাস নেই। এবার শেখ হাসিনা আমাদের লজ্জায় ডুবিয়েছেন। তার ভোট চুরির পরিকল্পনায় বাংলাদেশের ভিসা নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে দেশটি। এটা আমাদের দেশের জন্য চরম লজ্জার।’তিনি আরও বলেন, ‘সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনে নেমেছে বিএনপি।
আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এই ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না এবং নির্বাচনও হতে দেওয়া হবে না। শুধুমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই ১৮ কোটি জনগণ নিয়ে বিএনপি নির্বাচনে যাবে।’
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক,
যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।