বাঙালির অবিসংবাদিত নেতা,স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন আগামীকাল শুক্রবার (১৭ মার্চ)।এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসাবেও পালন করা হয়ে থাকে।
এদিকে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখা।
বুধবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার এ কর্মসূচির কথা জানিয়েছেন।
তিনি জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী অত্যন্ত ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করবে রাজশাহী জেলা আওয়ামী লীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে-১৭ মার্চ শুক্রবার সূর্যোদয় অন্তে রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯:৩০ টায় রাজশাহী কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সকাল ১০:৩০ টায় জেলা আওয়ামী লীগের রানীবাজারস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোচনা সহ দোয়া/প্রার্থনা।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।
উক্ত কর্মসূচিসমূহে রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর নেতৃবৃন্দ, রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, জেলাধীন সকল সাংগঠনিক, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জেলা পর্যায় সহ সর্বস্তরের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠনের সর্বস্তরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং দলীয় মনোনয়ন ও সমর্থনে নির্বাচিত সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ সহ দলীয় সকল নেতা-কর্মী- সমর্থকবৃন্দের উপস্থিতি একান্তভাবে কামনা সহ উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।