মোঃ সাজ্জাদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ অমুসলিমদের উপর অত্যাচার নির্যাতন লুটপাট ভাঙচুর ও দেশের সম্পদ নষ্টের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে অমুসলিমদের খোঁজ খবর নেয় ও তাদের নির্ভয়ে বসবাস করার আহ্বান জানায়।
অমুসলিম ও নির্যাতিত মানুষের খোঁজ খবর নিতে ছুটে যান যশোর জেলা জামায়াতে ইসলামী নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট গাজী এনামুল হক, মনিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, থানা আমির লিয়াকত হোসাইন, জামাত নেতা জাকির হোসেন সহ জামায়াত ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা সাথে ছিলেন।
এ সময় নেতারা বলেন- অমুসলিম আমাদের ভাই, তারা একই বৃন্তে দুটি ফুল, তাদের এদেশে সমান অধিকার রয়েছে, তাদেরকে রক্ষা করো আমাদের দায়িত্ব,আমরা তাদেরকে কোনরকম ক্ষতি হতে দিব না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।