চুক্তিভিত্তিক বিয়ের নামে অনাচার ইসলামে হারাম ও শাস্তিমূলক অপরাধ। এমনটি উল্লেখ করে নৈতিক স্খলনসহ সহিংসতায় জড়িতদের যথাযথ শাস্তি ও হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ।

আহলে সুন্নাতের শীর্ষ ৫৫১ জন আলেম এই বিবৃতি দেন। তারা বলেন, চার মাযহারের ইমামসহ সমস্ত আইম্মায়ে কিরামের ঐক্যমত হল- চুক্তিভিত্তিক সাময়িক যৌন সম্পর্ক স্থাপন সম্পূর্ণ হারাম ও ইসলামের দৃষ্টিতে তা শাস্তিমূলক অপরাধ

বিবৃতিতে আরও বলা হয়-ইসলাম রক্ষার কথা বলে হেফাজতের কিছু চিহ্নিত দায়িত্বশীল নেতা প্রচলিত ইসলামের মৌলিক বিধানের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। কিছু নেতা নিজের জঘন্য অপরাধ ঢাকতে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।

এমনকি তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে জানমালের ক্ষতি করে যাচ্ছেন। বিবৃতিতে হেফাজতকে উগ্র জঙ্গি সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি জানানো হয়।

#dbcnews.tv