বগুড়া প্রতিনিধি :  সম্পদের বিবরণ দিতে বগুড়া দুদক কার্যালয়ে হাজির হয়ে আবারও সময় নিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাংসদ রেজাউল করিম বাবলু।

বুধবার (২৩ জুন) দুপুরে বগুড়া দুদক কার্যালয়ে হাজির হয়ে এই সময়ের আবেদন করেন তিনি। এর আগে গত ৭ মার্চ দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের এক চিঠিতে ১৪ মার্চের মধ্যে সম্পদের বিবরণীসহ এমপি বাবলু ও তার পরিবারের সদস্যদেরকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। ১৪ মার্চ এমপি বাবলু আইনজীবীসহ দুদক কার্যালয়ে হাজির হয়ে সময়ের আবেদন করলে তাকে ১০ দিনের সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়েও তিনি সম্পদের বিবরণী জমা দিয়ে ৩ মাস পর দুদক কার্যালয়ে হাজির হয়ে আবারও সময়ের আবেদন করেন।

দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, কভিড-১৯ আক্রান্ত হওয়ায় প্রথম দফায় সাংসদ রেজাউল করিম বাবলু সম্পদ বিবরণীর কাগজপত্র জমা দিতে পারেননি। আজ (বুধবার) দুদক কার্যালয়ে হাজির হয়ে সম্পদ বিবরণীর কিছু কাগজপত্র জমা দিয়েছেন। বাকি কাগজপত্র জমা দেওয়ার জন্য আবারো সময়ের আবেদন করায় দ্বিতীয় দফায় তাকে ৩ দিনের সময় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে বগুড়া-৭ আসনের আলোচিত সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগী পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট করে সমালোচনার কবলে পড়েন। ছবিটি ভাইরাল হওয়ায় জেলার সর্বত্র তাকে নিয়ে চলে আলোচনা-সমালোচনা।

#kalerkantho