মোঃ রাশিদুল ইসলাম,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধিঃ কৃষক বাঁচলে বাঁচবে দেশ তবে মোদের বাংলাদেশ।গণমানুষের নেতা মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ভাইয়ের ও জেলা,উপজেলা ছাত্রলীগের নির্দেশক্রমে শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগ জায়েদের নেতৃত্বে আজ সারাদিন দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগ নেতা কর্মীরা। শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা গ্রামের মাঠে অসহায় কৃষকের এক একর জমির ধান কেটে দেওয়া হয়।করোনা ভাইরাসের কারনে চলতি মৌসুমে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিলে তারা এই উদ্যেগ গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের ছাত্রনেতা মোঃ জায়েদ হোসেন, শ্রীকোল ইউনিয়নের ছাত্রলীগ নেতা সংগ্রাম মোল্লা, সব্দালপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা জিহাদ ও আকাশ,শুভ,তানভির, বাধন,অপু,শান্ত, বাপ্পিসহ আরো অনেকেই। দরিদ্র কৃষক জানান,আমি ধান কাটতে পারছিলাম না। ধান জমিতে পেকে গেছে কিন্তুু কাটার জন্য শ্রমিক পাচ্ছি না। ছাত্রলীগ নেতাকর্মীরা আমার ধান কেটে দেওয়ার ফলে আমার বেশ উপকার হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে তারা মানুষের পাশে থাকতে পারে। ছাত্রলীগ নেতা জায়েদ দৈনিক কলম কথাকে বলেন, আমার দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃষকের পাশে আমরা থাকবো।যারা শ্রমিকের অভাবে ফসল কাটতে পারছে না তারা শুধু আামাকে জানালে আমরা নেতাকর্মী নিয়ে ফসল কেটে ঘরে তুলে দিয়ে আসবো ইনশাআল্লাহ। মোঃ রাশিদুল ইসলাম শ্রীপুর(মাগুরা)প্রতিনিধিঃ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।