মোঃ আহসান হাবীব সুমন,জামালপুর প্রতিনিধি: বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনের নেয় আজও জামালপুর জেলা যুবদল শহরের বাইপাস হাইওয়ে রোড়ে বিক্ষোভ মিছিল করে।জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সুহেল রানা খান এর নেএীতাদিনে, বিশাল এক বিক্ষোভ মিছিল করেণ আজ বিকাল ৩-৩০ মিনিটে।
আজকের এই বিক্ষোভ মিছিল খুব সান্তিপ্রিয় বাবে পালনকরেছেন, ছাত্র দল, যুব দল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা-
মিছিল শেষে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব দেশ বাঁশির উদ্দেশ্য বলেন,আজকে দেশের যে অবস্থায় দার করিয়েছেন এই ভোট ভিহিন সরকার যা সাধারণ জনগণ আর মেনে নিবেনা-
জনগণ এখন আমাদের ডাকা অবরুদের পক্ষে আছে, এই দেশে চলমান দুর্নীতি,বিদেশ টাকা পাচার করী, দব্যমৃল্য অদ্দোগতি,বিচার বেভস্থাকে ও আইন শিংক্ষলা বাহিনীকে দলিয় করন করা, হত্যা গুম,খুন,সারা বাংলাদেশর নেতা কর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার বন্ধ করতে হবে ও মুক্তি দিতে হব।
বেগম খালেদাজিয়ার মুক্তি ও ভাইস চ্যারম্যান তারেক রহমানের সকল সরযন্ত্র মুলক সকল মামলা থেকে মুক্তি দিতে হবে।
অতিবাম্লে সরকারকে পতন না ঘটা পযন্ত আমরা এই আন্দোলনকে আরো গতিশীল করার লক্ষ্য সারা বাংলাদেশর যত নেতা কর্মী আছে সকলকে একসাথে মাঠে আন্দোলন সংরামের আহবান জানান জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সুহেল রানা খান-
কেন্দ্রীয় বিএনপির কর্মসুচির মাধ্যমে এই ফ্রেসিবাদি দুর্নীতি বাজ সরকার কে পতন গঠিয়ে আমরা গড়ে ফিরে যাবো এই বলে কর্মসুচি সমাপ্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।