ডা. আজাদ খান, বিভাগীয় ব্যুরো চিফ ময়মনসিংহ: রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপির আয়োজনে বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল হকের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: ওয়ারেছ আলী মামুন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো: লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকল নেতাকর্মীদের মধ্যে থেকে বন্যার্তদের সহায়তার জন্য ত্রাণের অর্থ সংগ্রহ করা হয়।