তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন জাতীয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) বোয়ালমারীতে (৩ জুন) শুক্রবার সন্ধ্যায় পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, আপনারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। দলকে সুসংগঠিত করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করুন।
তিনি বলেন, সরকার করোনা মহামারীতে বিনামূল্যে সকলকে টিকা দিয়েছেন। শিক্ষা উপবৃত্তিসহ সকল ধরনের ভাতা চালু করেছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিতে স্বয়ংসম্পূর্ণ হিসেবে দাড় করেছেন।আজ বিশ্ব দরবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ বাঁচবে আপনারাও বাঁচবেন। আর আমি যদি প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি এই এলাকায় আরো উন্নয়ন হবে। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, তেমনি একজন রাজনৈতিক নেতা মানুষ বা কর্মী ছাড়া থাকতে পারে না।”
আমি দুইবার এ আসনে এমপি থাকাকালেও আপনাদের পাশে ছিলাম এখনো আছি। নির্বাচন আসলেই অনেকেই এলাকায় দেখা যাবে। সেটা আপনারাই বিবেচনা করবেন আগামী সংসদ নির্বাচনে কাকে এ এলাকা থেকে নির্বাচিত করবেন!
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পথসভায় আব্দুর রহমান এসব কথা বলেন। চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল খায়ের, সহ-প্রচার সম্পাদক এনামুল হক, সদস্য জালাল উদ্দিন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।