নূরুল হক,বিশেষ প্রতিনিধি: মণিরামপুরে আওয়ামীলীগের উদ্যোগে ১৭ আগস্ট সারাদেশ ব্যাপী মৌলবাদী ও জঙ্গি কর্তৃক সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ এবং যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগনেতা সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, আওয়ামীলীগনেতা ও ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ, এরশাদ আলী, মশিউর রহমান, আব্দুল হামিদ, মনিরুজ্জামান মনি, মাষ্টার জহুর আহমেদ, শেখর চন্দ্র, বিপদ ভঞ্জন পাঁড়ে, আওয়ামীলীগনেতা মোজাম্মেল হোসেন মেল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, পৌর কাউন্সিলর বাবুলাল চোধুরী, সুমন দাসসহ উপজেলা আওয়ামীলীগ, সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।
আলোচনাসভা শেষে ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলায় নিহতদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করে আওয়ামীলীগনেতা হাসান সরোয়ার। অপরদিকে এদিন সকালে দিবসটিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে আলাদাভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।