শাকিল আহম্মেদ,নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি`র নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর শীতবস্ত্র বিতরণ।
৮ ই ডিসেম্বর রোজ শনিবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ও গোয়ালপাড়া এলাকায় অসহায় শীতার্তদের মাঝে আওয়ামিলীগ নেতা আনছর আলী নিজ অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রূপগঞ্জ ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি জিন্নাত জাহান জিছান,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, আওয়ামিলীগ নেতা নবি হোসেন,যুবলীগ নেতা আবু তাহের, ফরিদ ভূঁইয়া,রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাছান খান প্রমুখ।