শাকিল আহম্মেদ,নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের এমপির নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর অনুপ্রেরণায় আওয়ামিলীগ নেতা আনছর আলীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৩ ই ডিসেম্বর রোজ শুক্রবার বিকেলে উপজেলা ছনি জেলেপাড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন মাননীয় মন্ত্রী মহোদয় সবসময় সুখে দুঃখে রূপগঞ্জবাসীর পাশে অসহায় মানুষের দিকে তাঁর সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাই আমরা রূপগঞ্জবাসী ধন্য গাজীর পরিবারের জন্য। এসময় তিনি আরো বলেন মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নবী হোসেন, মুরাদ হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি ও ইউপি সদস্য জিন্নাত জাহান জিছান, রূপগঞ্জ ইউনিয়ন মহিলালীগের সভাপতি লাখি আক্তার, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা মেহেদী হাছান খান প্রমুখ।