পরকালের ভয় মানুষের ইহকালীন ও পরকালীন জীবনকে সুন্দর করে দেয়। আখেরাত বা পরকালে বিশ্বাস ঈমানের অপরিহার্য অংশ। পরকালের বিশ্বাস ও ভয় মানুষকে পরিশুদ্ধ জীবনযাপনে সাহায্য করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমরা আশঙ্কা করি, আমাদের প্রতিপালকের কাছ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের।’ (সুরা: দাহর, আয়াত: ১০)।
পরকালে বিশ্বাস অনেকভাবে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এছাড়া আরও যেসব উপকার হয় তা হল- দ্বীন পালনের নিশ্চয়তা: পরকালের ভয় মানুষকে ধর্মীয় জীবনযাপনে সাহায্য করে। (সুরা: নুর, আয়াত: ৭৩)। আল্লাহমুখী করে: পরকালের ভয় মানুষকে আল্লাহমুখী করে, আল্লাহর নৈকট্য লাভের সাধনায় লিপ্ত করে। (সুরা: সাজদা, আয়াত: ১৬)।
পাপমুক্ত জীবন লাভ: পরকালের ভয় মানুষকে পাপমুক্ত জীবনযাপনে সাহায্য করে। (সুরা: জুমার, আয়াত: ১৩)। দুনিয়ার মোহ দূর করে: পরকালের ভয় মানুষের দুনিয়ার মোহ দূর করে। (সহিহ বুখারি, হাদিস: ৬৪৮৫)।
পরকালে ক্ষতিগ্রস্তরাই বেশি ক্ষতিগ্রস্ত: পরকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। (সুরা : জুমার, আয়াত: ১৬)। পরকালের ব্যাপারে অন্যকে সতর্ক করা: ইরশাদ হয়েছে, ‘তাদের সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখ-কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে। অবিচারকারীদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই, যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও নেই।’ (সুরা: মুমিন, আয়াত: ১৮)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।