(দেবাশীষ চক্রবত্তী বাবু): ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইদের মঙ্গলকামনায় ভাইদের কপালে ফোঁটা দেবেন বোনেরা। ভাইদের মিষ্টিমুখ করাতে হরেক রকম মিষ্টি, সাথে উপহার।

কালীপুজো শেষ। দেখতে দেখতে চলে এল ভাইফোঁটা। পঞ্জিকা মতে ৬ নভেম্বর বাংলার ১৯ কার্তিক শনিবার সারাদিন ভ্রাতৃদ্বিতীয়া পালন। ভাইদের মঙ্গলকামনায় তাঁদের কপালে ফোঁটা দেবেন বোনেরা।

কলারোয়ায় আজ সারাদিন সনাতন ধর্মালম্বিদের বাড়িতে বাড়িতে, ভাইদের কপালে বোনেরা ফোঁটা দেওয়ার জন্য আয়োজন করছে। সকাল থেকে তারি আয়োজনে ব্যাস্ততার মধ্যো সময় কাটাচ্ছে বোনেরা।

কাঁচা হলুদ বাটা, ধান, দুর্বা, কুলের কাটা, কাজল, চন্দন ইত্যাদি। আয়োজনের তালিকায়  আরও থাকছে নানা রকমের মিষ্টি, দই, সন্দেশ, রশোগোল্লা ইত্যাদি।
ভাইদের কপালে ফোঁটা দেওয়ার পাশাপাশি তাঁদের মিষ্টিমুখ করাবেন বোনেরা। সেই সঙ্গে রয়েছে উপহারও। তাই আজ সকাল থেকেই মিষ্টির দোকান গুলোতে আংশিক ভিড় লক্ষণীয়। বোনেদের জন্য ভাইরাও দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। ভাই-বোনকে মিষ্টি মুখ করান। এছাড়াও, উপহার দেওয়া নেওয়ার রেওয়াজ তো আছেই।