প্রসেনজিৎ বিশ্বাস:আজ ৭,ই এপ্রিল ২০২২ ইং রোজ বৃহস্পতিবার শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সারথিদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচিত মাননীয় সভাপতি হিসেবে বাবুল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক নিকেতন দে, প্রধান সমন্বয়ক কার্তিক সূত্রধর, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম বিষয়ক সম্পাদক সুজিত পাল এবং কোষাধ্যক্ষ সুমন দাস বিজয়- এই ৭ জন সারথি কখনও টেলিকনফারেন্সে, কখনো ভিডিও কনফারেন্সে, একবার সরাসরি আলোচনা সভায় উপস্থিত থেকে এবং বার বার ফেসবুকে গ্রুপে আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বর্তমান কমিটি চূড়ান্ত করা হয়েছে। এজন্য দীর্ঘ ৩ মাস সময় ব্যয় করতে হয়েছে। এখানে উল্লেখ্য যে, মাননীয় সভাপতি ব্যক্তিগতভাবে প্রতিটি জেলা কমিটি এবং আহ্বায়ক কমিটির প্রধান নির্বাহীদের সাথে ফোনে আলাপ করে তাদের সুপারিশ মোতাবেক প্রতিটি জেলা থেকে সারথিদের তালিকা নিয়েছি। সেই তালিকা এবং কেন্দ্রীয় বিবেচনা একত্রিত করেই চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়েছে।নির্বাচিত সারথিগণ ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন বছর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই পদে অধিষ্ঠিত থাকবেন। এই সময়কালে তঁারা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধার্য্যকৃত বাৎসরিক প্রণামী ৬০০ টাকা স্ব স্ব জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত সারথির বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবেন। এসংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। নির্বাচিত সম্মানিত সারথিদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন
রইলো।
সম্মানিত উপদেষ্টামণ্ডলীর তালিকাঃ
১) প্রফেসর হীরেন্দ্র নাথ বিশ্বাস, প্রাক্তন অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সভাপতি, বাংলাদেশ হিন্দু সংস্কার সমিতি, সামাজিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ধর্মীয় বক্তা (ঢাকা)
২) শ্রী সুকুমার চৌধুরী, কেন্দ্রীয় সভাপতি, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বিশিষ্ট শিল্পপতি এবং সামাজিক ব্যক্তিত্ব (চট্টগ্রাম)
৩) অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, ভারত থেকে জ্ঞানপ্রবীর উপাধিপ্রাপ্ত বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ এবং ধর্মীয় বক্তা (চট্টগ্রাম)
৪) শ্রী সুমেন্দু বোস, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব (সি আই পি) (নারায়ণগঞ্জ)
৫) অধ্যাপক গোপীনাথ পাল, সিনিয়র অধ্যাপক, সরকারী তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব (নারায়ণগঞ্জ)
৬) শ্রী মিলন শর্মা, আন্তজার্তিক সংস্থা ইউনেস্কোর সদস্য, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব এবং দানবীর (চট্টগ্রাম)
৭) অধ্যাপক আশীষ কুমার বনিক, দন্ত বিশেষজ্ঞ এবং সামাজিক ব্যক্তিত্ব (নারায়ণগঞ্জ)
৮) ডাঃ অপু কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার, লাখাই, হবিগঞ্জ এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব (হবিগঞ্জ)
৯) শ্রী গোপাল সাহা, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব এবং রোটারিয়ান (চাঁদপুর)।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সারথিবৃন্দের তালিকাঃ
১. সভাপতি ঃ বাবুল চন্দ্র পাল
২. সিনিয়র সহ-সভাপতি ঃ শ্রী রতন চন্দ্র পাল
৩. সহ-সভাপতি ঃ
শ্রী আশীষ কুমার দাশ (নারায়ণগঞ্জ)
শ্রী অজিত কুমার শীল (চট্টগ্রাম)
শ্রী অজিত কুমার রায় (মুন্সীগঞ্জ)
শ্রী দিলীপ কুমার সাহা (কুমিল্লা)
শ্রী অভি দত্ত (চট্টগ্রাম)
শ্রী দুলাল চন্দ্র মজুমদার (কুমিল্লা)
শ্রী মনোরঞ্জ দে (ময়মনসিংহ)
শ্রী পুলক চক্রবর্তী (চট্টগ্রাম)
শ্রী রিপন কুমার সাহা (চাঁদপুর)
অধ্যাপক শুভরাজ বনিক (ফেনী)
অধ্যাপক কালীদাস সাহা (মানিকগঞ্জ)
অধ্যাপক অমিত মজুমদার (নোয়াখালী)
শ্রী কমল সাহা (নারায়ণগঞ্জ)
শ্রী অরবিন্দু রায় (নীলফামারী)
শ্রী রবীন্দ্র নাথ মণ্ডল (সাতক্ষীরা)
শ্রী কানাই সরকার (ফরিদপুর)
শ্রী প্রদীপ কুমার মোহন্ত (যশোর)
শ্রী ভোলানাথ সাহা (নরসিংদী)
শ্রী বিভূতিভূষণ রায় (পঞ্চগড়)
৪. সাধারণ সম্পাদক ঃ শ্রী লিটন চন্দ্র পাল (নারায়ণগঞ্জ)
৫. যুগ্ম-সাধারণ সম্পাদক ঃ
শ্রী পলাশ দেবনাথ (ফেনী)
শ্রী হরি সাহা (নারায়ণগঞ্জ)
শ্রী পিংকু চন্দ (কুমিল্লা)
শ্রী নিতাই সরকার (ঢাকা)
শ্রী সুমন বর্মন (নরসিংদী)
শ্রী সঞ্জয় ভৌমিক (নারায়ণগঞ্জ)
শ্রী লোকনাথ ভৌমিক (কুমিল্লা)
শ্রী অসীম কুমার আইচ (যশোর)
শ্রী অজিত মিত্র (ময়মনসিংহ)
শ্রী অতুলেশ্বর দেবনাথ (খাগড়াছড়ি)
৬. সাংগঠনিক সম্পাদক ঃ
ইঞ্জিনিয়ার নিকেতন দে (চট্টগ্রাম)
৭. যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ঃ
শ্রী রূপন নাগ (চট্টগ্রাম)
শ্রী সত্যজিৎ চৌধুরী (চট্টগ্রাম)
শ্রী সুমন পাল (কুমিল্লা)
শ্রী প্রশান্ত রায় (পিরোজপুর)
শ্রী সীমান্ত কুমার সেন (লালমনিরহাট)
শ্রী সুবীর ঘোষ (ঢাকা)
শ্রী দেবাশীষ সরকার সুমন (নরসিংদী)
শ্রী কার্তিক রায় (মানিকগঞ্জ)
শ্রী পলাশ চন্দ্র পাল (নোয়াখালী)
শ্রী উজ্জ্বল সরকার (ময়মনসিংহ)
শ্রী অমল দেবনাথ (ঠাকুরগাঁও)
শ্রী রিপন চন্দ্র মণ্ডল (ফরিদপুর)
শ্রী শ্যামসুন্দর রায় (পঞ্চগড়)
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঃ
ঢাকা ঃ
শ্রী উৎপল কুমার সাহা (নারায়ণগঞ্জ)
চট্টগ্রাম ঃ
শ্রী সুমন সরকার (ফেনী)
সিলেট ঃ
শ্রী লিটন চৌধুরী (মৌলভীবাজার)
রংপুর ঃ
শ্রী পরিতোষ চন্দ্র রায়(নীলফামারী)
রাজশাহী ঃ
শ্রী অসীম কুমার মোহন্ত (বগুড়া)
খুলনা ঃ
শ্রী প্রশান্ত কুমার অধিকারী (সাতক্ষীরা)
বরিশাল ঃ
শ্রী অনিক মুহুরী (বরিশাল)
ময়মনসিংহ ঃ
শ্রী দুলাল ঘোষ (ময়মনসিংহ)
৮. প্রধান সমম্বয়ক ঃ
শ্রী কার্তিক সূত্রধর (নারায়ণগঞ্জ)
৯. যুগ্ম-সমম্বয়ক ঃ
শ্রী কল্লোল রায় (মাদারীপুর)
শ্রী পিয়াল শর্মা (চট্টগ্রাম)
শ্রী নারায়ণ রায় (দিনাজপুর)
শ্রী অনুপ দে চাকী (চাঁদপুর)
শ্রী শ্রীকান্ত দাস (ময়মনসিংহ)
শ্রী নারায়ণ রায় বাবলু (হবিগঞ্জ)
শ্রী পবন সূত্রধর (গাজীপুর)
ইঞ্জিনীয়ার খুশী মোহন ধর (টাংগাইল)
শ্রী প্রসেনজিৎ বিশ্বাস (ফরিদপুর)
শ্রী বাসুদেব রায় (পঞ্চগড়)
শ্রী সবুজ চক্রবর্তী (খাগড়াছড়ি)
১০. প্রচার সম্পাদক ঃ
শ্রী উত্তম কুমার দাস (ঝালকাঠী)
১১. সহ-প্রচার সম্পাদক ঃ
শ্রী জয় দত্ত (চট্টগ্রাম)
শ্রী দীপংকর রায় (বরিশাল)
শ্রী সন্তোষ রায় (দিনাজপুর)
শ্রী রুবেল সরকার (চাঁদপুর)
শ্রী শান্ত দত্ত (মিরসরাই, চট্টগ্রাম)
শ্রী শোভন সরকার (টাংগাইল)
শ্রী সুকেন দেবনাথ (বরুড়া, কুমিল্লা)
শ্রী পলাশ চন্দ্র দাস (সাতকানিয়া, চট্টগ্রাম)
শ্রী অরূপ চন্দ্র শীল (ফরিদপুর)
শ্রী মহাদেব রায় (পঞ্চগড়)
১২. কোষাধ্যক্ষ ঃ
শ্রী সুমন চন্দ্র দাস (লক্ষ্মীপুর)
১৩. সহ-কোষাধ্যক্ষ ঃ
শ্রী নারায়ণ চন্দ্র বর্মণ (নারায়ণগঞ্জ)
১৪. মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম বিষয়ক সম্পাদক ঃ
শ্রী সুজিত চন্দ্র পাল (হবিগঞ্জ)
১৫. সহ-মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম বিষয়ক সম্পাদক ঃ
শ্রী কালীপদ ঘোষ (চট্টগ্রাম)
শ্রী উৎপল ভট্টচার্য (নারায়ণগঞ্জ)
শ্রী আশীষ চৌধুরী (চট্টগ্রাম)
শ্রী জীবন চন্দ্র সূত্রধর (ময়মনসিংহ)
শ্রী সঞ্জয় কুমার সরকার(মানিকগঞ্জ)
শ্রী শান্ত সরকার (গোপালগঞ্জ)
শ্রী অনুকূল চন্দ্র রায় (লালমনিরহাট)
শ্রী তন্ময় কীর্তনীয়া (পিরোজপুর)
শ্রী রামকৃষ্ণ চক্রবর্তী (কুমিল্লা)
শ্রী বাসুদেব মন্ডল (বরগুনা)
শ্রী রতন কুমার বাড়ই (ফরিদপুর)
১৬. ধর্ম বিষয়ক সম্পাদক ঃ
শ্রী শাওন মল্লিক (মাদারীপুর)
১৭. সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ঃ
শ্রী শ্যামল চৌধুরী (কোতোয়ালী, চট্টগ্রাম)
শ্রী রবি মজুমদার (সন্দ্বীপ, চট্টগ্রাম)
শ্রী বিদ্যাভূষণ পাল (হবিগঞ্জ)
শ্রী বাবলা মোহন্ত (দিনাজপুর)
শ্রী মিল্টন সরকার (নেত্রকোনা)
শ্রী বিনয় ভূষণ সাহা (বরুড়া, কুমিল্লা)
শ্রী পরিমল চন্দ্র রায় (লালমনিরহাট)
শ্রী সঞ্জয় সরকার (লক্ষ্মীপুর)
শ্রী রনি চক্রবর্তী (পঞ্চগড়)
শ্রী তরুণ চক্রবর্তী (খাগড়াছড়ি)
শ্রী গৌরাঙ্গ বিশ্বাস (ফরিদপুর)
১৮. সাহিত্য সম্পাদক ঃ
শ্রী সমীর কুমার বালা (রাজবাড়ী)
১৯. সহ-সাহিত্য সম্পাদক ঃ
শ্রী রূপম দাস (ময়মনসিংহ)
শ্রী সাধন দেবনাথ (ফেনী)
শ্রী বাদল রায় (সন্দ্বীপ, চট্টগ্রাম)
শ্রী রাহুল সরকার (হবিগঞ্জ)
শ্রী মিল্টন সরকার (নেত্রকোনা)
শ্রী অমিতাভ চৌধুরী (যশোর)
শ্রী মানিক রতন সরকার (লক্ষ্মীপুর)
২০. সাংস্কৃতিক সম্পাদক ঃ
শ্রীমতি নন্দিতা দাস (চাঁদপুর)
২১. সহ-সাংস্কৃতিক সম্পাদক ঃ
শ্রী দিলীপ ধর চম্পক (বাঁশখালী, চট্টগ্রাম)
শ্রী প্রবীর শীল (ফেনী)
শ্রী দেবাশীষ সাহা (নরসিংদী)
শ্রী সুব্রত কুমার শীল (ব্রাম্মণবাড়িয়া)
শ্রী পঙ্কজ দাস (চাঁদপুর)
শ্রী খোকন সূত্রধর (কুমিল্লা)
শ্রী তপু রায় (ঠাকুরগাঁও)
শ্রী লক্ষ্মণ বর্মণ (গাজীপুর)
শ্রী তুষার কান্তি ধর (খাগড়াছড়ি)
শ্রী সঞ্জিব দাস (ফরিদপুর)
২২. সমাজ কল্যাণ সম্পাদক ঃ
শ্রী উজ্জল কুমার মণ্ডল (মানিজগঞ্জ)
২৩. সহ-সমাজ কল্যাণ সম্পাদক ঃ
শ্রী রুবেল ধর (চট্টগ্রাম)
শ্রী নিশিকান্ত তালুকদার (ময়মনসিংহ)
শ্রী বাবুল দেবনাথ (ফেনী)
শ্রী শ্যামল কুমার সরকার (সাতক্ষীরা)
শ্রী গৌতম সূত্রধর (গাজীপুর)
শ্রী শোভন সরকার (টাংগাইল)
শ্রী রাধারমন ভৌমিক (বরুড়া, কুমিল্লা)
২৪. দপ্তর সম্পাদক ঃ
শ্রী রনজিৎ দাস (নারায়ণগঞ্জ)
২৫. সহ-দপ্তর সম্পাদক ঃ
শ্রী দ্বীপ হালদার (বাগেরহাট)
শ্রী লক্ষ্মণ রায় যাদব (সন্দ্বীপ চট্টগ্রাম)
শ্রী প্রকাশ সরকার (লক্ষ্মীপুর)
২৬. ক্রীড়া সম্পাদক ঃ
শ্রী সুজন মল্লিক (নারায়ণগঞ্জ)
২৭. সহ-ক্রীড়া সম্পাদক ঃ
শ্রী মুন্না চৌধুরী (চট্টগ্রাম)
শ্রী নারায়ণ রায় (মানিকগঞ্জ)
শ্রী রাহুল মল্লিক (সিলেট)
শ্রী সজল কান্তি দাস (হবিগঞ্জ)
শ্রী সঞ্জয় মাহাতো (সিরাজগঞ্জ)
২৮. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ঃ
এডভোকেট সুমন চন্দ্র ভৌমিক (ফেনী)
২৯. সহ-আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ঃ
এডভোকেট জয়মিতা দাস (পিরোজপুর)
এডভোকেট সব্যসাচী গাইন (সাতক্ষীরা)
৩০. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঃ
ডাঃ শিব শংকর দেবনাথ (চট্টগ্রাম)
৩১. সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঃ
ডাঃ দীনেশ দেবনাথ (কুমিল্লা)
ডাঃ মানিক ঘোষ (ময়মনসিংহ)
শ্রী তাপস কুমার সূত্রধর (কুমিল্লা)
ডাঃ দুলাল চন্দ্র শীল (সন্দ্বীপ, চট্টগ্রাম)
শ্রী জনি বনিক (নারায়ণগঞ্জ)
শ্রীমতি পুতুল শিকদার (সাতক্ষীরা)
শ্রীমতি নিয়তি রানী রায় (দিনাজপুর)
৩২. বার্তা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঃ
শ্রী রাজ মন্ডল (সাতক্ষীরা)
৩৩. সহ-বার্তা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঃ
শ্রী সজীব বাহাদুর রাজ (চট্টগ্রাম)
শ্রী অয়ন সরকার (হবিগঞ্জ)
শ্রী অপূর্ব দরিয়া (শরীয়তপুর)
শ্রী আনন্দ কুমার দে (সাতক্ষীরা)
৩৪. মহিলা বিষয়ক সম্পাদকঃ
শ্রীমতি চঞ্চলা বর্মন(নারায়ণগঞ্জ)
৩৫. সহ-মহিলা বিষয়ক সম্পাদকঃ
শ্রীমতি জয়া তপু বল (চট্টগ্রাম)
শ্রীমতি অনিতা সরকার (ঢাকা)
শ্রীমতি মলিনা মজুমদার (কুমিল্লা)
শ্রীমতি মৌমিতা পালিত মৌ (সাতক্ষীরা)
শ্রীমতি লিপি রায় (গোপালগঞ্জ)
শ্রীমতি স্মৃতি সরকার (ঢাকা)
শ্রীমতি নিপা রানী সেন (গাজীপুর)
৩৬. ছাত্র বিষয়ক সম্পাদক ঃ
শ্রী বিশ্বজিৎ সরকার (চাঁদপুর)
৩৭. সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ঃ
শ্রী লিটন পাল (ধামরাই, ঢাকা)
৩৮. প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ঃ
শ্রী দিলীপ দাস ভাস্কর (কুমিল্লা, মালয়েশিয়া প্রবাসী)
৩৯. সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ঃ
শ্রী সুমন ধর (নারায়ণগঞ্জ, দুবাই প্রবাসী)
শ্রী পল্লব সরকার (ময়মনসিংহ, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী)
শ্রী সঞ্জীব পাল (বরিশাল, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী)
শ্রী অমর রায় (হবিগঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী)
শ্রী শংকর বর্মন (নরসিংদী, মালয়েশিয়া প্রবাসী)
শ্রী তপন শীল তপু (ভোলা, ওমান প্রবাসী)
শ্রী রিপন পাল (ঢাকা, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী)
শ্রী গোকুল সরকার (নবাবগঞ্জ, ঢাকা, কাতার প্রবাসী)
শ্রী বিকাশ সিদ্ধা (নবাবগঞ্জ, ঢাকা, দুবাই প্রবাসী)
৪০. তীর্থভ্রমণ বিষয়ক সম্পাদক ঃ
শ্রী শান্তনু দেবনাথ (ফেনী)
৪১. সহ-তীর্থভ্রমণ বিষয়ক সম্পাদক ঃ
শ্রী রাজন বণিক (বরুড়া, কুমিল্লা)
শ্রী লক্ষ্মণ সাহা (চাঁদপুর)
শ্রী সুমন চন্দ্র গুহ (বরিশাল)
শ্রী সবুজ রায় (বগুড়া)
শ্রী প্রভাস মণ্ডল (যশোর)
শ্রী মিঠুন ক্ষত্রিয় (ময়মনসিংহ)
শ্রী বিবেক কুমার চক্রবর্তী (কুমিল্লা)
শ্রী সুভাস দাস (ময়মনসিংহ)
৪৩.০ নির্বাহী সারথিদের তালিকা ঃ
১. শ্রী রিপন চন্দ্র দাস (কুমিল্লা, মালয়েশিয়া প্রবাসী)
২. শ্রী অমিত সরকার(বরিশাল, মালয়েশিয়া প্রবাসী)
৩. শ্রী খোকন মজুমদার (বরিশাল, মালয়েশিয়া প্রবাসী)
৪. শ্রী বিশ্বজিৎ দেব নাথ(খাগড়াছড়ি, বাহরাইন)
৫. শ্রী সুশান্ত বিশ্বাস(নবাবগঞ্জ, ঢাকা, কাতার প্রবাসী)
৬. শ্রী বিশ্বজিৎ দত্ত (মিরসরাই, কুয়েত প্রবাসী)
৭. শ্রী সুমিত সরকার (বরিশাল, মালয়েশিয়া প্রবাসী)
৮. শ্রী প্রীতম বর্মন (নরসিংদী, কাতার প্রবাসী)
৯. শ্রী আশীষ কুমার(দোহার, নবাবগঞ্জ, মালয়েশিয়া প্রবাসী)
১০. শ্রী সঞ্জয় কুমার দে (মিরসরাই, চট্টগ্রাম)
১১. শ্রী মৃদুল দাস (মিরসরাই, চট্টগ্রাম)
১২. শ্রী কপিল চৌধুরী (বাঁশখালী, চট্টগ্রাম)
১৩. শ্রী টুটুল চন্দ্র দাস (ফেনী)
১৪. শ্রী মানিক কর্মকার (ফেনী)
১৫. শ্রী সঞ্জীব চক্রবর্তী (ফেনী)
১৬. শ্রী বিভাস বৈদ্য (ফেনী)
১৭. শ্রী সৈকত দেবনাথ (ফেনী)
১৮. শ্রী হৃদয় সাহা (ফেনী)
১৯. শ্রী যামিনী নাথ (ফেনী)
২০. শ্রী রণজিৎ দাশ (ফেনী)
২১. শ্রী পলাশ চন্দ্র দাস (ফেনী)
২২. শ্রী চন্দন দাস (ফেনী)
২৩. শ্রী তাপস কর্মকার (নারায়ণগঞ্জ)
২৪. শ্রী লিটন ভৌমিক (নারায়ণগঞ্জ)
২৫. শ্রী সুভাষ সাহা (নারায়ণগঞ্জ)
২৬. শ্রী জীবন সাহা (নারায়ণগঞ্জ)
২৭. শ্রী বিপ্লব কুন্ডু (নারায়ণগঞ্জ)
২৮. শ্রী জীবন চন্দ্র মজুমদার (চাঁদপুর)
২৯. শ্রী চন্দন কুমার দে (চাঁদপুর)
৩০. শ্রী শ্যামল চন্দ্র দাস (চাঁদপুর)
৩১. ডাঃ দিলীপ সাহা (চাঁদপুর)
৩২. শ্রী অপু অধিকারী (চাঁদপুর)
৩৩. শ্রী দীপ্ত ঘোষ (চাঁদপুর)
৩৪. শ্রী সঞ্জয় পাল সুমন (কুমিল্লা)
৩৫. শ্রী কিরণ পাল (কুমিল্লা)
৩৬. শ্রী রকি সাহা (কুমিল্লা)
৩৭. শ্রী প্রাণকৃষ্ণ দেবনাথ (বরুড়া, কুমিল্লা)
৩৮. শ্রী নির্মল দেবনাথ (বরুড়া, কুমিল্লা)
৩৯. শ্রী বাদল লস্কর (বরুড়া, কুমিল্লা)
৪০. শ্রী প্রদীপ সরকার (বরুড়া, কুমিল্লা)
৪১. শ্রী মৃদুল কান্তি দে (ময়মনসিংহ)
৪২. শ্রী যতন দেবনাথ (ময়মনসিংহ)
৪৩. শ্রী সুরজিৎ বাড়ই (ময়মনসিংহ)
৪৪. শ্রী পরেশ ঘোষ (ময়মনসিংহ)
৪৫. শ্রী শাওন ভট্টাচার্য (ময়মনসিংহ)
৪৬. শ্রী বিজন ভৌমিক (নোয়াখালী)
৪৭. অধ্যাপক প্রিয়ব্রত চৌধুরী (নোয়াখালী)
৪৮. শ্রী গিরিধারী বনিক (নোয়াখালী)
৪৯. শ্রী মরণ চন্দ্র দে (নোয়াখালী)
৫০. শ্রী দীদল শীল (হাতিয়া, নোয়াখালী)
৫১. শ্রী লিটন চন্দ্র বণিক (হাতিয়া, নোয়াখালী)
৫২. শ্রী সঞ্জয় পাল (লক্ষ্মীপুর)
৫৩. শ্রী দীপংকর মজুমদার (লক্ষ্মীপুর)
৫৪. শ্রী আশীষ দাস (লক্ষ্মীপুর)
৫৫. শ্রী রাম দাস (লক্ষ্মীপুর)
৫৬. শ্রী সাজন রায়(দিনাজপুর)
৫৭. শ্রী শিউলি রায় শিলা(দিনাজপুর)
৫৮. শ্রী চন্দন রায়(দিনাজপুর)
৫৯. শ্রী তরুণ রায়(দিনাজপুর)
৬০. শ্রী সুমন রায়(দিনাজপুর)
৬১. শ্রী মহাদেব রায় (দিনাজপুর)
৬২. শ্রী অবিনাশ রায় (নীলফামারী)
৬৩. শ্রী মানিক চৌধুরী (নীলফামারী)
৬৪. শ্রী অষ্টম কুমার রায় (নীলফামারী)
৬৫. শ্রী শিমুল চন্দ্র রায় (নীলফামারী)
৬৬. শ্রী কনক রায় (নীলফামারী)
৬৭. শ্রী ঝনক চন্দ্র রায় (নীলফামারী)
৬৮. শ্রী নীলা রাম রায় (নীলফামারী)
৬৯. শ্রী মনোরঞ্জন রায়(নীলফামারী)
৭০. শ্রী পরিতোষ চন্দ্র রায় (গীতা শিক্ষক) (নীলফামারী)
৭১. শ্রী বিদ্যুৎ কুমার রায় (লালমনিরহাট)
৭২. শ্রী মিলন মজুমদার (লালমনিরহাট)
৭৩. শ্রী চিত্তরঞ্জন রায় (লালমনিরহাট)
৭৪. শ্রী মানিক চন্দ্র মন্ডল (নবাবগঞ্জ, ঢাকা)
৭৫. শ্রীমতি জবা রানী পাল(নবাবগঞ্জ, ঢাকা)
৭৬. শ্রী তপন কুমার সিদ্ধা (কেরাণীগঞ্জ, ঢাকা)
৭৭. শ্রী আনন্দ কুমার বিশ্বাস(মানিকগঞ্জ)
৭৮. শ্রী চণ্ডিদাস ভৌমিক (মানিকগঞ্জ)
৭৯. শ্রী মনোজ কুমার হালদার (সাতক্ষীরা)
৮০. শ্রী সবুজ তরফদার (সাতক্ষীরা)
৮১. শ্রী অনি সরকার হিরন (সাতক্ষীরা)
৮২. শ্রী হরিপ্রিয় রায় হিরন (সাতক্ষীরা)
৮৩. শ্রী দেবাশীষ পাল (সিলেট)
৮৪. শ্রী নিতেশ চন্দ্র দেব (হবিগঞ্জ)
৮৫. শ্রী সুজিত চন্দ্র শীল (হবিগঞ্জ)
৮৬. শ্রী নন্দলাল বসাক (হবিগঞ্জ)
৮৭. শ্রী নূপুর সরকার (হবিগঞ্জ)
৮৮. শ্রী পিংকু আচার্য্য (হবিগঞ্জ)
৮৯. শ্রী প্রান্ত নাগ রুদ্র (হবিগঞ্জ)
৯০. শ্রী রুবেল চন্দ্র পাল (হবিগঞ্জ)
৯১. শ্রী রঞ্জন রায় (হবিগঞ্জ)
৯২. শ্রী অসীম কুমার আচায্য (হবিগঞ্জ)
৯৩. শ্রী দীনেন্দ্র পাল রাজু (হবিগঞ্জ)
৯৪. শ্রী মিল্টন বল্লব (বরিশাল)
৯৫. শ্রী মৃণাল কান্তি মণ্ডল (বরিশাল)
৯৬. শ্রী গৌতম বল্লব (বরিশাল)
৯৭. শ্রীমতি খুকুমনি বিশ্বাস (বরিশাল)
৯৮. শ্রীমতি সুনিতী রানী বড়াল (বরিশাল)
৯৯. শ্রী জয় কুমার সঞ্জয় (বগুড়া)
১০০. শ্রী রতন রায় (বগুড়া)
১০১. শ্রী শঙ্কর কৃষ্ণ দাস (বগুড়া)
১০২. শ্রী বিশ্বজিৎ সূত্রধর(গাজীপুর)
১০৩. শ্রী উজ্জ্বল সূত্রধর(গাজীপুর)
১০৪. শ্রী নির্মল বর্মন(গাজীপুর)
১০৫. শ্রী মনোতোষ সরকার (পিরোজপুর)
১০৬. শ্রী দিপংকর চক্রবর্তী (পিরোজপুর)
১০৭. শ্রী রতন মন্ডল (পিরোজপুর)
১০৮. শ্রী অনির্বান চক্রবর্তী (পিরোজপুর)
১০৯. শ্রী উৎপল ঘোষ (যশোর)
১১০. শ্রী রতন আচার্য (যশোর)
১১১. শ্রী তপন ঘোষ (যশোর)
১১২. শ্রী তন্ময় সাহা (যশোর)
১১৩. শ্রী দূর্গা দেবনাথ(যশোর)
১১৪. শ্রী অমল দেবনাথ (যশোর)
১১৫. শ্রী পল্লব সাহা (টাংগাইল)
১১৬. শ্রী দীপ্ত পোদ্দার (টাংগাইল)
১১৭. শ্রী বিধান কৃষ্ণ পাল (টাংগাইল)
১১৮. শ্রী গৌতম কর্মকার (টাংগাইল)
১১৯. শ্রী হৃদয় কর্মকার (টাংগাইল)
১২০. শ্রী মানিক চাঁদ বর্মন (ঠাকুরগাঁও)
১২১. শ্রী তপন চন্দ্র রায় (ঠাকুরগাঁও)
১২২. শ্রী পরিমল রায় প্লাবণ (ঠাকুরগাঁও)
১২৩. শ্রী গৌতম চন্দ্র দাস (ঝালকাঠী)
১২৪. শ্রী প্রভাস বিশ্বাস (মাদারীপুর)
১২৫. শ্রী অনুকুল চন্দ্র বিশ্বাস (ফরিদপুর)
১২৬. সেবক শরণার্থী মহারাজ (ফরিদপুর)
১২৭. শ্রী সুব্রত মণ্ডল (ফরিদপুর)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।