জয় মা দূর্গা

বিপুল চন্দ্র রায়

রাজারহাট – কুড়িগ্রাম। 

দূর্গা মায়ের আগমনে

খুশি আনন্দ সবার মনে।

নতুন বছরে নতুন সাজে,

বাদ্য বাজনা উঠলো বেজে।

চারদিকে মায়ের গুণকীর্তন 

জয়ধ্বনির বোল।

বলো দূর্গা মাঈকি?জয়!

নতুন বছরে নতুন সাজে, 

আনন্দ আর খুশিতে মেতে,

দূর্গা মায়ের পূজা করতে,

সবাই চলরে মণ্ডপে ভক্তগণ। 

পুষ্পাঞ্জলি আর ভালোবাসায়

ভরিয়ে দিবে জগত জননী 

মায়ের রাঙা দুটি চরণ।