ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বুধবার বিকালে উপজেলার পৌর শহরের পূর্ব চৌরাস্তায় সারা দেশে সংখ্যা লঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা,লুটপাট, অগ্নি সংযোগ, দোকান পাট ভাংচুর ও লুটপাট, অপহরণ, বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাংচুর ও সাভারের মিন্টু বর্মন প্রধান শিক্ষককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,পুজা উদযাপন পরিষদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ,মিছিল ও মানববন্ধন আয়োজন হয়।’

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায় ও পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র রায়,পীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সে সময় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।