মণিরামপুরের কেন্দ্রীয় দোলখোলা মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার দিনব্যাপি আলোচনাসভা, চিত্র অঙ্কন প্রতিযোগীতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদাসের মাধ্যমে এ জন্মাষ্টমী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর কেন্দ্রীয় দোলখোলা পূজা মন্দিরের সভাপতি সূনীল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী মন্দির কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সবুজ মন্ডল, বিকাশ আনন্দ সেতুসহ মন্দির কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সূধীজন।
আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।