মসজিদের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করলেন-পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী

 

নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর)সংবাদদাতা:

 

দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢাকা-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ঘোড়াঘাট রেলগেটে জামে মসজিদের অজুখানা নিমার্ণ কাজের শুভ উদ্ধোধন হয়েছে।

 

(২৪জুন) শুক্রবার অত্র মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে নতুন এ অজুখানার নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি-পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

 

অজুখানা নির্মাণ কাজের উদ্ধোধন কালে ১নং প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজাদ মন্ডল, মসজিদের আহব্বায়ক রেজাউল করিম রাজু, মসজিদ নির্মাণ কমিটির সদস্যদ্বয় আজাদ ইসলাম, ফরিদুল ইসলাম,বিছকিনী জামে মসজিদের মাওলানা সিরাজুল ইসলাম, এলাকার মুসুল্লিগণ, সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিগণ ও এলাকাবাসী বলেন- এতদিন ধরে আমাদের মসজিদে মুসুল্লিদের অজু করার যে সমস্যা ছিলো নতুন এ অজুখানাটি নির্মাণ হলে মুসুল্লিদের অজু করার সমস্যাটির সমাধান হবে। নতুন এই অজুখানাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় আমরা এলাকাবাসী ও মুসুল্লিরা অনেক খুশি।